Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে জনসচেতনতামূলক কর্মশালা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:০৩ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview


জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ, পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের উদ্যোগে পৃথক পৃথক জনসচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ও সেনবাগ সিএনজি মালিক সমিতির অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং আরেকটি অনুষ্ঠানে সিএনজি মালিক সমিতির সভাপতি সেন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ থানার এএসআই গোপাল, সেন্টু মিয়াসহ সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সিএনজি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ।

Bootstrap Image Preview