Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ওই সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মোঃ নাছির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।

বক্তব্যে সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে সুপরিচিত। আওয়ামী লীগ শান্তির দল, উন্নয়নের দল। রুহুল আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী দিবেন। নেতাকর্মীরা সেই প্রার্থীকে মেনে নিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। তিনি সকলকে ধন্যবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্জ্ব মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু, শাহীন পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান'সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে অনেক চেষ্টা করা হয়েছিল। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে সক্ষম হয়েছেন। এটা সম্ভব হয়েছে তৃনমুল নেতাকর্মীরা শক্তিশালী বিধায়। আগামীতেও আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে। চাঁদপুর পৌরসভার মেয়র আরো বলেন, সেদিন বঙ্গবন্ধুর ডাকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ দল এখনো দেশে আছে। তাদের কঠোর হাতে দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে। এতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

নাছির উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ করা যেমন কঠিন কাজ। তার চেয়ে বেশি কঠিন কাজ হলো দেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করে গড়ে তোলা। আর এ কঠিন কাজটি বঙ্গবন্ধু কন্যা নিজের জীবন বাজি রেখে করে যাচ্ছেন। এর প্রতিফলন হলো বাংলাদেশ আজ অর্থনৈতিক সমৃদ্ধশালী। আমরা বিশ্বের মাঝে আজ মাথা উঁচু করে দাড়াতে পারছি। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে আজকের এই সভা। এটা প্রার্থী বাছাইয়ের একটা পক্রিয়া মাত্র। আমরা প্রার্থী দিব না। প্রার্থী দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শুধু তৃণমূলের মতামত নিয়ে প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিব।

আলোচনা সভা শেষে উপস্থিত ডেলিকেটদের মধ্য থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রস্তাব ও সমর্থন জানানো হয়। চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী এমএ কুদ্দুসের সমর্থন বেশি লক্ষ্য করা গেছে। 

Bootstrap Image Preview