Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জমি অধীগ্রহণের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে পাকশীবাসী

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহনের সিদ্ধান্তের প্রতিবাদে পাকশী বাসী বৃহস্পতিবার সকালে পাকশী রেলওয়ে ফুটবল মাঠে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে।

মানববন্ধন ও সমাবেশে পাকশীর সকল স্তরের হাজার হাজার নারী ও পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, অধ্যাপক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম, জাসদ নেতা জাহাঙ্গির আলম, অধ্যক্ষ পারভেজ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, যুবলীগ নেতআ আনোয়ার হোসেন, মনোয়ারা বেগম, নাদীরা খানম, তারা বেগম প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বৃটিশ আমলের পুরনো জনপদ ঈশ্বরদীর পাকশীতে বসতি, ব্যবসা প্রতিষ্ঠান ও রেলওয়ের জমিসহ বিভাগীয় অফিস উচ্ছেদের আতঙ্কে আতংকিত এলাকার মানুষ। পাকশী রেলওয়ে বাজার, হাসপাতালের সামনের এলাকাসহ বিপুল সংখ্যক জনবসতি অধ্যুষিত পাকশীর বিস্তীর্ণ এলাকা রূপপুর প্রকল্পের জন্য অধিগ্রহণের জন্য রেল কর্তৃপক্ষের ঘোষণায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রাচীন জনপদ প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি পাকশীর সকল মানুষ এখন তাদের আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থল হারানোর ভয়ে উদ্বিগ্ন হয়ে আজ ফুঁসে উঠেছে। এসব জমি অধিগ্রহণ করা হলে এই ইউনিয়নের দুটি ওয়াডের্র বেশিরভাগ জনবসতি আর থাকবে না এবং দু’টি মৌজাও বিলুপ্ত হবে।

বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ইউনুস আলী জানান, রূপপুর প্রকল্পের নিরাপত্তার বেইজড ষ্টেশন স্থাপনের জন্য ৭০৬ একর রেলওয়ের জমি অধিগ্রহনের প্রস্তাব ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর হতে নীতিগত অনুমোদন দেযা হয়েছে। অথচ পাকশীতে রেলওয়ের মোট জমির পরিমাণ ৭৪৬ একর। চাহিদার মধ্যে পাকশী পদ্মা নদীতে দ্বিতীয় রেল সেতুর জন্য প্রয়োজনীয় ১১৪ দশমিক ৪৮ একর জমিও রয়েছে।

রেলের নিজস্ব প্রয়োজনে ৫৮৫ একর জমি রেখে বাংলা কুটিরের পার্শ্ব হতে ১০০-১১০ একর জমি প্রদান করা যেতে পারে বলে তিনি জানিয়েছেন। প্রকল্পের নিরাপত্তার জন্য বেইজড ষ্টেশন করা হলে রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী অবৈধ দখলদার উচ্ছেদ হবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম জানান, রূপপুর প্রকল্পের প্রয়োজনে রেলওয়ের কাছে নতুন করে জমির চাহিদাপত্র দেওয়া হয়েছে, সরকারি সিদ্ধান্ত হলে রেলকে জমি ছেড়ে দিতে হবে।
 

Bootstrap Image Preview