Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে বিদ্যালয় পরিষ্কারে অংশ নিলো শিক্ষার্থীরা 

সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুর উপজেলার বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পাশাপাশি পরিষ্কার পরিছন্নতার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার। এসময় বিদ্যালয় মাঠ পরিষ্কারে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অপরদিকে উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসায় এ কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল, শিক্ষক মোঃ ফারুক হোসেন, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা।

জানা গেছে, এসডিজি অর্জনের জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে পরিষ্কারে পরিছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবন্ধব শিক্ষা প্রতিষ্ঠানের গড়ার লক্ষ্যে এ কার্যক্রম। এছাড়াও সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত পরিপত্রের আলোকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়গুলোর পরিষ্কার পরিছন্নতার কাজ করা হবে বলে জানা যায়। 

Bootstrap Image Preview