Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যালয় পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের উৎসাহ দিলেন ইউএনও

রাহাত হাসান রনি, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির-২০১৯ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম। এসময় বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করার ঘোষণা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

Bootstrap Image Preview