Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাদশ জাতীয় সংসদের শুভযাত্রায় সুশাসন নিশ্চিত করতে হবে: ড. আরেফিন সিদ্দিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল ৩০ জানুয়ারি (বুধবার)। চলতি অধিবেশনের শুভযাত্রাকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সংসদ অধিবেশন শুরু হলো। আমরা চাই সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিতে কাজ করবে সরকার।

তিনি আজ বৃহস্পতিবার বিডিমর্নিং এর সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গতকাল শুরু হলো বিষয়টি আপনি কীভাবে মূল্যায়ন করেন এমন প্রশ্নের জবাবে প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, আমরা দেখলাম শোক প্রস্তাবের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন 'সবাইকে কথা বলার ক্ষেত্রে সমান অধিকার দেয়া হবে' বিষয়টি সংসদীয় গণতন্ত্রের জন্যে অসাধারণ উচ্চারণ। এই সংসদে বিরোধীদলের সদস্য সংখ্যা কম কিন্তু তিনি কম বেশি মূল্যায়ন না করে বরং সবাইকে সমানভাবে মূল্যায়ন করেছেন।

ড. আরেফিন সিদ্দিক বলেন, ইতিপূর্বের সংসদও ছিল প্রাণবন্ত। আশাকরি চলতি মেয়াদেও তার চেয়ে ভালো হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গঠনমূলক সমালোচনার বিষয়টি সবাই উপভোগ করবে। সমালোচনা স্বাধীনভাবে চলবে এটি আশার আলো ছড়াচ্ছে।

ঢাবির সাবেক উপাচার্য বলেন, সংসদ অধিবেশনের সুন্দর সূচনা হলো এখন সবক্ষেত্রে সুশাসন নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে। মানুষ জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তিনি সকলের আস্থার প্রতীক।

ড. আরেফিন সিদ্দিক বলেন, শুধু সরকারের গুণগান বা বিরোধিতা করে নয় বরং সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা করে সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার কাজই হচ্ছে সংসদীয় গণতন্ত্র।

ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংসদে বলেছেন "আমরা সংসদে কোথায় বসবো, আমাদের অবস্থান কী তা জানি না, বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে" এটিকে কীভাবে মূল্যায়ন করবেন এমন প্রশ্নে তিনি বলেন, তারা মহাজোটের সাথে মিলেমিশে কাজ করেছে। আন্দোলন-সংগ্রাম করেছে। ইতিপূর্বে সরকারেও ছিল এখন তাদের মন্ত্রিত্ব দেয়া হয়নি। তাই হয়তো এমন কথা বলেছে। তাদের নিয়েও একটি সিদ্ধান্ত দেয়া প্রয়োজন। সংসদে তাদের অবস্থান কী হবে। সবাই মিলেমিশে দেশকে গড়ে তুলতে হবে।

ড. আরেফিন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলাম। এতে অনেক আশার বাণী রয়েছে। তিনি দেশকে উন্নতি ও অগ্রগতির পথে চালিত করছেন। বিশ্বের বুকে আমরা মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। সবক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রাখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে গড়ে তুলতে হবে সম্মিলিত প্রচেষ্টায়।

Bootstrap Image Preview