Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ১২ বার বিজয়ী 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:২১ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় দেশের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে নড়াইলের লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

বুধবার (৩০জানুয়ারী) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্ট থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এর আয়োজন করা হয়। এ নিয়ে টানা ১২ বার জাতীয় পর্যায়ে বেশি সংখ্যক পুরস্কার পাওয়ার সাফল্য অর্জন করে বিদ্যালয়টি।

লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিজয়ীরা হলো- সঞ্চিতা কর্মকর, মুন্নী কর্মকর, আফজাল খা, নমিতা কর্মকর, মাহফুজ, ইসমাইল, রিফায়েতুল ইসলাম প্রান্ত পাল, নন্দিনী কর্মকর ও সৌরভ বিশ্বাস। বিভিন্ন ইভেন্টে মোট পুরস্কার ছিল ১১৪টি। যার মধ্যে লোহাগড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পেয়েছে ২৩টি পুরস্কার। এর মধ্যে রয়েছে- ১১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জপদক।  

Bootstrap Image Preview