Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাকালুকিতে শিকারিদের বিষটোপে মরল খামারির ৩০০ হাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরে পাখি শিকারিদের বিষটোপে এক খামারির ৩০০ হাঁস মারা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাঁস খামারি সামছুল ইসলাম ছয় পাখি শিকারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার বিকালে হাকালুকির দুধাই বিলের পাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের সামছুল ইসলাম একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ৫০০ হাঁস নিয়ে একটি খামার করেন। নিজের ছেলে ও একজন কর্মচারী নিয়ে তিনি হাঁসের লালন পালন করছেন।

প্রতিদিন হাকালুকির বিভিন্ন বিলে হাঁসগুলো বিচরণ করে। হাঁসের ডিমের আয়েই পরিবারের ব্যয়, ঋণের কিস্তি ও কর্মচারীর বেতন হয়।

বুধবার বিকালে দুধাই বিলের পাড়ে শিকারিদের বিষটোপের কারণে ৩০০ হাঁস মারা যায়।

খামারি সামছুল ইসলামের অভিযোগ, খুঠাউরা গ্রামের সুনাই মিয়া, মনা মিয়া, আনোয়ার হোসেন, ওয়াতির আলী, ছালিক আহমদ, আছাদ উদ্দিনসহ বিশাল একটি সিন্ডিকেট প্রতিদিন হাওরের বিভিন্ন বিলে ধানের সঙ্গে বিষ মিশিয়ে অতিথি পাখি নিধন করছেন প্রায় এক মাস আগে এসব অসাধু শিকারিদের পাখি শিকারে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার হাঁসের বিচরণস্থলে বিষ মিশানো ধান ছিটিয়ে রাখেন। এতে তার ৩০০ হাঁস মারা যায়।’

তিনি বলেন, এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন আর পরিবার চালাবেন সেই চিন্তায় দিশেহারা।

এ ঘটনায় ছয় পাখি শিকারির বিরুদ্ধে হাঁস মারার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সামছুল ইসলাম।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, অভিযোগ পেয়েছি। দুটি মৃত হাঁস ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview