Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


ফেনীর ছাগলনাইয়া ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পলাশ নামে আরেক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পালানোর সময় ফারুক নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি বন্দুক ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে। পলাশ নোয়াখালীর কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে। আর ফারুক ফেনীর দাগনভুইয়া উপজেলার আশ্রাফপুরের নুরুল আমিনের ছেলে।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ বলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের বেতাগা এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে ফারুক নামে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি সবুজ ডাকাতের বলে শনাক্ত করে।

তিনি আরো বলেন, সবুজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

Bootstrap Image Preview