Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএম পদক পাচ্ছেন সুনামগঞ্জের এসপি বরকতুল্লাহ খান 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


বিপিএম সেবা পদক পাচ্ছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পদক দেয়া হচ্ছে।  

মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সুনামগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে সারা দেশের আরো ৩৪৯ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম ও পিপিএম-সেবা পদক দেয়া হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে বিপিএম, ৬২ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ১৪৩ জনকে পিপিএম-সেবা পদকের জন্য মনোনিত করা হলো। 

 

Bootstrap Image Preview