Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলেই সমান সুযোগ পাবে সংসদে: প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদে সকলেই সমান সুযোগ পাবে। আজ বুধবার বিকালে পুনর্নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। 

প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ আরও কার্যকর হবে। আমরা সুন্দর একটি সংসদ উপহার দিতে পারবো দেশবাসীকে।

তিনি বলেন, গত সংসদ অধিবেশন যেমন পারস্পারিক সম্পর্কের মাধ্যমে গতিশীল ছিল এই সংসদও সেইভাবে চলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংসদে ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারি দল ও বিরোধীদল যেন সমানভাবে সুযোগ পায় সেটা আপনি দেখবেন। আমরা আপনাকে সহযোগিতা করবো। দেশে যে উন্নয়ন যাত্রা শুরু হয়েছে এই উন্নয়নের ধারা বজায় রেখে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবে। এটাই আমাদের লক্ষ্য। 

সংসদ নেতা বলেন, আমরা যারা এখানে নির্বাচিত হয়ে এসেছি তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা নিজ নিজ দায়িত্ব পালন করবো। বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ। গণতন্ত্রিক ধারায় বিরোধীদলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংসদে যারা বিরোধীদলের আছেন তারা যথাযথভাবে সমালোচনা করতে পারবেন। আমরা কোনো বাধা দেবো না, অতীতেও দেইনি। তারা সমালোচনা করেছেন ভূমিকা রেখেছেন।
 
স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সংসদ পরিচালনায় আপনি সব সময় আমাদের সহযোগিতা পাবেন। আপনি শুধু স্পিকারই নন, আপনি সিপিএ সভাপতি নির্বাচিত হয়ে আমাদের সম্মানিত করেছেন। অতীতেও আপনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আগামীতেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাকরি।

গত ৩ জানুয়ারি বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে চার ধাপে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সদসস্যের মধ্যে ২৮৯ জন শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের শপথ বাক্য পাঠান করান। সেদিন অসুস্থ্যতার কারণে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নিতে পারেননি। পরে তিনি মৃত্যুবরণ করেন।

পরে জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ এবং আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ শপথ নেন। এর আগে ৩০ ডিসেম্বর ২৯৯ সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। আর নির্বাচনের দিন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।তবে এর মধ্যে ওই আসনের স্থগিত ভোট কেন্দ্রের নির্বাচন হয়েছে। সে নির্বাচনে বিএনপির উকিল আবদুস সাত্তার বিজয়ী হয়েছে। এছাড়া গাইবান্ধা-৩ আসনের নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। এ আসনে আওয়ামী লীগের ডা. ইউনুস আলী সরকার জয়ী হয়েছেন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৮টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি পেয়েছে ৬টি আসন। ওয়ার্কার্স পাটি পেয়েছে ৩টি আসন, গণফোরাম ২টি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হয়েছেন), বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হন।

Bootstrap Image Preview