Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পিপিএম-সেবা পদক পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজালাল

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM

bdmorning Image Preview


২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালালকে বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম-সেবা পদক) দেয়া হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপারের সঙ্গে দেশের আরো ৩৪৯ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম ও পিপিএম-সেবা পদক দেয়া হবে। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে বিপিএম, ৬২ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বিপিএম-সেবা এবং ১৪৩ জনকে পিপিএম-সেবা প্রদান করা হলো।

এ বিষয়ে মৌলভীবাজার জেলার চৌকষ পুলিশ সুপার বিডিমর্নিংকে বলেন, এ পদক আমার কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এখন থেকে দেশের জন্য বিশেষ করে আমার কর্মস্থল মৌলভীবাজার জেলার জন্য আরো অনেক কাজ করতে চাই। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক সমস্যা নিয়ে এবার মাঠে জোড়ালো পদক্ষেপ নেয়ার ঘোষণা ইতোমধ্যে আমি দিয়ে দিয়েছি

মাদক ব্যবসায়ীদের আবারো হুুশিয়ার করে দিয়ে তিনি বলেন, আত্মসমর্পণ করুন, সৎ পথে থেকে জীবিকা নির্বাহের অনেক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সময় থাকতে মাদক ব্যবসা থেকে সরে আসুন, প্রত্যেক মাদক ব্যবসায়ীর তালিকা আমার কাছে রয়েছে সুতরাং এরপর আর আল্টিমেটাম পাবেন না। সুতরাং ভালো রাস্তায় ফিরে আসুন, অন্যথায় পরিস্থিতি হবে ভয়াবহ।

আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। 

 

Bootstrap Image Preview