Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৬ রোহিঙ্গা নারীসহ পাচারকারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


ভূয়া পাসপোর্টে ভারতের যাওয়ার সময় ৬ নারী রোহিঙ্গাসহ মন্জুর আহম্মেদ নামে এক পাচারকারীকে আটক করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে বেনাপোলের আবাসিক হোটেল সান সিটি থেকে তাদেরকে আটক করা হয়।    

আটককৃতরা হলেন, আজিজ তাহারা (১৭), হাফিজাখাতুন (২০), শরিফ (১৯), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার(১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (৩৯)। আটকৃত রোহিঙ্গা ৬ নারীর বাড়ি মিয়ানমারে আর আটক পাচারকারী মঞ্জুর আহম্মেদের বাড়ি চাঁদপুর জেলায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বাজারের আবাসিক হোটেল সান সিটিতে একদল রোহিঙ্গা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ জন নারী রোহিঙ্গাসহ এক পাচারকারীকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, পাচারকারী মুঞ্জুর আহম্মেদ তাদেরকে ভূয়া পাসপোর্টের মাধ্যমে ভারতে পাচার করার উদ্দশ্যে তাদেরকে হোটেল সান সিটিতে অবস্থান করছিলো।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম আবাসিক হোটেল সান সিটি থেকে ৬ জন রোহিঙ্গাসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview