Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড 

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে ৪ শ্রমিকের ২০ দিনের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ রায় প্রদান করেন।

এর আগে সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকা থেকে পাথর উত্তোলনের সময় ৪ শ্রমিককে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, একটি সিন্ডিকেট বেশ কিছুদিন ধরে তিস্তা নদী থেকে নৌকায় শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ও সহকারী উপ পরিদর্শক ইস্রাফিল আলমের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। 

এ সময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুর জব্বারের পুত্র মাহাতাব হোসেন, আব্দুল হকের পুত্র আব্দুল হামিদ, আবুল হোসেনের পুত্র গোলাম রব্বানী ও জহর উদ্দিনের পুত্র মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক সামিউল আমিন প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।  


 

Bootstrap Image Preview