Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাল্যবিবাহ পড়ানোয় ইমামের ৬ মাসের কারাদণ্ড 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


দিনাজপুরের বিরামপুরে বাল্যবিবাহ পড়ানোর দায়ে হাফেজ মোহাম্মদ মোশারফ হোসেন (২৮) নামে এক ইমামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকরী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার এই দণ্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত হাফেজ মোশারফ হোসেন ফুলবাড়ি উপজেলার মিরপুর গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার জানান, সোমবার (২৮ জানুয়ারি) রাতে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দল গ্রামের মোকলেছার রহমানের মাদ্রাসা পড়ুয়া মেয়ের (১৬) বিবাহ সম্পন্ন করায় দণ্ডপ্রাপ্ত ঐ হাফেজ।

পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।  

 

Bootstrap Image Preview