Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে চাঁদা না দেওয়ায় হোটেলে ভাংচুর, আহত ১

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় হোটেল মালিককে মারধর ও হোটেল ভাংচুর করে ক্যাশ থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে মাদকসেবীরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাশহরা নতুন ফ্যাক্টরীর সামনে জুয়েলের হোটেলে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর হোটেল মালিক জুয়েল রানা বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, একই গ্রামের মোস্তফার ছেলে আনোয়ার হোসেন (২৫), আব্দুল আউয়ালের ছেলে লিটন (৩৫), আব্দুল বাতেনের ছেলে রবিন (২৭), মোছলেম উদ্দিনের ছেলে জীবন (২১), খলিল মিয়ার ছেলে বিপ্লব (২৫) সহ আরো ৪/৫ জন অজ্ঞাত নামা সহযোগী নিয়ে হোটেলে চাঁদা দাবি করে। এক পর্যায়ে হোটেল মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা মালিকের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে এবং হোটেলের ক্যাশ থেকে নগদ ১৫ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।

পরে হামলার শিকার হোটেল মালিক জুয়েল রানাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব জানান, থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

Bootstrap Image Preview