Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview


কমলগঞ্জের মাধবপুর শুকুর উল্লাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইঞা, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি বাড়িতে মায়েদের ভূমিকা কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, শুকুর উল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাঙ্গাল মুসলিম অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় এখানে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার পেছনে মূল কারণ এ গ্রামটিতে জনসংখ্যা কম। যদি শিক্ষার্থী কম থাকার কারণে বিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয় তাহলে ক্ষুদ্র এ নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে বলে তারা আশংকা প্রকাশ করছেন।   

Bootstrap Image Preview