Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


'পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন' এই শ্লোগানকে সামনে রেখে রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।     

এ উপলক্ষে  মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের রক্ত দানের মাধ্যমে রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন।
 
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান জানান, পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রক্তদানের জন্য জেলার ১৪'শ পুলিশ সদস্যের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

যে কোন পরিস্থিতে অসহায় মানুষ যাদের সক্ষমতা নাই বা জরুরিভাবে যাদের রক্ত প্রয়োজন পুলিশের সাথে উক্ত নাম্বারে পুলিশ কন্ট্রোল রুম (০১৭৩৯-৮৪০৯৫১), অতিরিক্ত পুলিশ সুপার (০১৭১৩-৩৭৪১৩৬) যোগাযোগ করলে রক্তের গ্রুপ নির্ণয় করে পুলিশ সদস্য  হাসপাতালে গিয়ে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষনিকভাবে তাকে রক্ত দান করবেন বলে উল্লেখ করেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ হুমায়ন কবীর, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আজম খান, জেলা গয়েন্দা পুলিশ পরিদর্শক আলী আহম্মেদ হাশমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আর ও ওয়ান আরশেদ আলী প্রমুখ। 

Bootstrap Image Preview