Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলের জালে ১৬ কেজি ওজনের দুই বোয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া এলাকায় করতোয়া নদী থেকে ১৬ কেজি ওজনের দুটি বোয়াল মাছ ধরেছে জেলেরা। এ বছরে ওই এলাকায় পাওয়া এই দুটিই সবচেয়ে বড় বোয়াল মাছ। তাই মাড়েয়া হাঁটে বেশ চওড়া দামেই মাছ দুটি বিক্রি হয়েছে।

কেজি প্রতি ১২শো টাকা করে দুটি বোয়াল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে বোদা উপজেলা মাড়েয়া ইউনিয়নের দাসপাড়ার ১০/১৫ জন জেলে পাশ্ববর্তী করতোয়া নদীতে বাঘ জাল দিয়ে মাছ ধরতে যান। জাল ফেলে কয়েকবারের চেষ্টার পরে অন্যান্য মাছের সাথে ১৬ কেজি ওজনের দুটি বোয়াল মাছ ধরা পড়ে জালে। এরপর তা মাড়েয়া হাঁটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। বড় মাছ কিনতে ভিড় জমে যায় মাড়েয়া মাছ হাঁটে। দর দামের এক পর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে মাছ দুটি প্রায় ৩৮ হাজার টাকা দিয়ে কিনে নেন।

দাসপাড়ার জেলে বংশীদাস বলেন, আগের মতো নদীতে বড় মাছ নেই। এ বছরে আমাদের জালে পাওয়া এ দুটিই বড় বোয়াল মাছ। মাছ দুটি ভাল দামে বিক্রি করতে পেরেছি।

Bootstrap Image Preview