Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুর সীমান্তে বাংলাদেশি তিন কয়লা শ্রমিক আটক

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরার পথে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশি কয়লা শ্রমিককে আটক করেছে বিজিবি।   

রবিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন। আটককৃতরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের লালঘাট গ্রামের মনসুর আলী, তেলিগাঁও গ্রামের আবু দে ও বীরেন্দ্র দে।

জানা গেছে, তাহিরপুরের লালঘাট সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওপারে গিয়ে চোরাই কয়লার কোয়ারিতে কাজ শেষে দেশে ফেরার পথে বালিয়াঘাট বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ূন কবিরের নেতৃত্বে বিজিবির টহল দল ওই তিন শ্রমিককে আটক করেন।

সুনামগঞ্জের ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে। তাঁরা সীমান্তের ওপার গিয়ে ভারতের চোরাই কোয়ারিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সে সময় বিজিবির একটি টহল দল ওই তিন শ্রমিককে আটক করেন।

এ ঘটনায় আটককৃত শ্রমিকদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তাহিরপুরের লালঘাট সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়ে হতদরিদ্র শ্রমিকদের আগাম দাদন দিয়ে এপারের বেশ কয়েকজন কয়লা চোরাচালানকারী সীমান্তে বিনা শুল্কে চোরাই বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। গত দু'দিনের ব্যবধানে শনিবার (২৬ জানুয়ারি) রাত পর্যন্ত প্রায় সোয়া ৯ লাখ টাকা মূল্যের ১৬'শ বস্তা চোরাই কয়লা বিজিবির হাতে জব্দ হয়েছে।

এই অভিযান কার্যক্রমের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। 

 

Bootstrap Image Preview