Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুপগঞ্জে ৪ ভুয়া র‍্যাব সদস্য আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৪ জন ভুয়া র‍্যাব সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার ইসলামবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুর্তোজাবাদ এলাকার মোঃ মাসুদ মিয়ার পুত্র মোঃ আতিকুর রহমান(২৫), একই এলাকার মোঃ মোজাম্মেলের পুত্র মোহাম্মদ রাব্বি(২৩) ও আবু মিয়ার পুত্র নাজমুল হোসেন(২৪) এবং শিমলার এলাকার মোঃ সাইফুল ইসলামের পুত্র সোহান ভুঁইয়া রাফি(২৩)।

আজ রবিবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব ১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক করা ভুয়া র‍্যাব চক্রের সদস্যরা বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে নিরীহ মানুষদের আটকে তাদের কাছে থাকা মালামাল ছিনিয়ে নিত। শনিবার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে ।  

তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে ১টি পিস্তল, টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 

Bootstrap Image Preview