Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে আ.লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী আর নেই 

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


ফটিকছড়ির দু'বারের সাবেক সাংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম চৌধুরী আর নেই।  

আজ রবিবার (২৭ জানুয়ারি) ভোর ৫ টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।

আগামীকাল সকাল ১০ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে তাঁর প্রথম নামাজে জানাযা, দুপুর ২ টায় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা এবং আগামীকাল বিকাল ৪ টায় মরহুমের নিজ বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মতিয়র রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বরেণ্য এ রাজনীতিক ছাত্র জীবনেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে বীর বাঙ্গালীর মুক্তির সংগ্রামে অকোতভয় সৈনিক হিসেবে তিনি দেশের জন্য লড়েছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে মাত্র ২৭ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতিতও হয়েছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তিন বারের সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Bootstrap Image Preview