Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের এক মাত্র শিশু যার কিডনি পায়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


বিশ্বের এক মাত্র শিশু ১০ বছরের হামিশ যার কিডনির অবস্থান পায়ে। হামিশ ইংল্যান্ডের বাসিন্দা।

চিকিৎসকরা জানিয়েছেন, হামিশই একমাত্র মানুষ যার দেহে 7p22.1 নামক একটি নির্দিষ্ট ক্রোমোজোম নেই। আর এ কারণেই তার কিডনির অবস্থান সঠিক স্থানে নেই।

চিকিৎসকরা হামিশের নামেই এই বিরল রোগের নাম দিয়েছেন ‘হামিশ সিনড্রোম’। ডাক্তারদের মতে, জিনগত কোনো সমস্যার কারণেই এই রোগ দেখা দিয়েছে।

এই রোগে শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ সঠিক স্থানে না থেকে অন্য স্থানে থাকতে পারে। তবে এ ধরনের ঘটনা আজ অবধি চিকিৎসা ক্ষেত্রে কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার বাবা-মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নির্দিষ্ট সময়ের প্রায় ৬ সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে হামিশ। সেসময় তার ওজন ছিল ৯০০ গ্রাম।

এছাড়া ১৭ মাস বয়সে হামিশ প্রথম মাম্মি শব্দ উচ্চারণ করে। এরপর চয় বছরের আগ পর্যন্ত কোনো কথা বলেনি হামিশ। তবে শারীরিক সমস্যা আটকে রাখতে পারেনি হামিশকে। সে নিয়মিত স্কুলে যায়। ভর্তি হয়েছে ক্যারাটে ক্লাসেও।

Bootstrap Image Preview