Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমতলী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত আমতলী উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৬ জানুয়ারী) পূর্ব নির্ধারিত  সময়ানুযায়ী উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সহ সভাপতি আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ ইউনুছ মিয়া।

উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আক্কাছ মিয়াজী, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ সফিকুল ইসলাম,সদস্য মোঃ মিজানুর রহমান,মোঃ খোকন হাজারী বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী সহ এলাকার সুধীসমাজের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউনুছ মিয়া বলেন,নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুশিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করতে হবে।  সেইজন্য বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক ও অভিভাবক মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননেন বিকাশ ঘটাতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষাখাতে ব্যাপক অর্জন নিশ্চিত করেছে। আমাদেরকে এই অর্জন অব্যাহত রাখতে হবে। 

অনুষ্ঠানে এথলেটিকস সহ বিভিন্ন চমৎকার ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, তাছাড়া পৃথকভাবে বহিরাগত, শিক্ষক, কর্মচারীদের খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠান সঞ্চালানায় দায়িত্ব পালন করবেন, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফরিদুল আলম (বিএসসি), আব্দুল হালিম, মেহেদী হাসান রিপন।

Bootstrap Image Preview