Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা হাকালুকির 'হিজল বন' 

আবদুল্লা আল মামুন, ফেঞ্চুগঞ্জ(সিলেট)প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের হাকালুকিতে এখন বর্ষার থই থই পানি নেই তবুও ভ্রমণ পিপাসুরা হাকালুকির হিজল বন, বিল, পরিবেশ টাওয়ার ও দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামল মাঠ একনজর দেখতে ছুটে যাচ্ছেন সেখানে। 

জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, পান্তুমাই ও জুগিরকান্দির পর এবার প্রকৃতিপ্রেমীদের নিকট জনপ্রিয় হয়ে উঠছে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের হাকালুকির হিজল বন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থাকায় প্রচুর দর্শনার্থী এসেছেন হাকালুকির হিজল বন দেখতে। হাকালুকির হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে ছোটবড় মিলিয়ে  তিনটি হিজল বন রয়েছে। এখনকার যোগাযোগ ব্যবস্থা ভাল নেই এরপরও পর্যটকরা প্রকৃতিটানে  মোটরসাইকেল নিয়ে হাওরের আঁকাবাঁকা  ২কিলোমিটার কাঁচা  রাস্তা দিয়ে হিজল বনে আসেন।

স্থানীয়রা জানান, হাওরে ও বিলে ভরা বর্ষার থই থই দৃশ্য এখন নেই। শুষ্ক মৌসুম চলছে। তাই বদলে গেছে হাওরের চিরচেনা দৃশ্য। হিজল বন দেখতে পর্যটকরা এখন ভীড় জমাচ্ছেন  হাকালুকিতে। হাওর জুড়ে এখন মনোরম প্রকৃতিক সৌর্ন্দের হাতছানি।

ঘুরতে আসা পর্যটকরা বলেন, হাকালুকির  হিজল বনে যাওয়ার রাস্তাটা উন্নত করা হলে গাড়ি নিয়ে পরিবার-পরিজন সহ হিজল বনে আসা যেতো।

প্রকৃতিপ্রেমীরা প্রতিনিয়ত ছুটছেন নতুনের সন্ধানে। ছুটির ফাঁকে প্রকৃতির সাথে খানিকটা সময় ও প্রকৃতির কাছাকাছি পৌঁছার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসা পর্যটক এখন প্রায় প্রতিদিনই  ভিড় জমাচ্ছেন ফেঞ্চুগঞ্জের হাকালুকির হিজল বনে।

Bootstrap Image Preview