Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিপক্ষ জোটের ভরাডুবির কারণ জানালেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী আজই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।

পূর্ব নির্ধারিত এই ভাষণ শুরু হয় আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে। ভাষণের এক পর্যায়ে জাতির উদ্দেশে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালভাবেই জানেন। আমি এ নিয়ে কথা বলতে চাইনে। তাঁদের পরাজয়ের বহুবিধ কারণ রয়েছে:
• এক আসনে ৩-৪ জন বা তারও বেশি প্রার্থী মনোনয়ন;
• মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন;
• নির্বাচনে সংখ্যাগরিষ্ঠাতা পেলে কে প্রধানমন্ত্রী হবেন - সে বিষয়ে অনিশ্চয়তা;
• নিজেরা জনগণের জন্য কী করবে, সে কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ক্ষমতায় গেলে আমাদের বিরুদ্ধে কী ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থা নিবে- তাদের প্রচারণায় প্রাধান্য পেয়েছে।
• সোসাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করা ছাড়া নিজেদের সাফল্যগাঁথা তুলে ধরতে পারেনি।
• তাছাড়া, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামাতের দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি।
• সর্বোপরি, বিএনপি’র ধানের শীষ মার্কায় যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। তরুণেরা আর যাই হোক স্বাধীনতা-বিরোধী শক্তির পক্ষ নিতে পারে না।
এ রকম আরও বহু উদাহরণ দেওয়া সম্ভব, যার মাধ্যমে প্রমাণ করা যাবে যে সাধারণ ভোটারগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নৌকার অনুকূলে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছিল

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন মেয়াদে টানা তৃতীয় বার আর মোট চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করছেন এই বিশ্ব নেতা।

Bootstrap Image Preview