Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যারা আমাদের ভোট দেননি তাদেরও ধন্যবাদ: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এই মেয়াদে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী আজই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।

পূর্ব নির্ধারিত এই ভাষণ শুরু হয় আজ শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে। ভাষণের শুরুতে জাতির উদ্দেশে তিনি বলেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করায় আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করছি। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশ নেওয়ার জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি।'

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে একযোগে সম্প্রচার করছে।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভাষণ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন মেয়াদে টানা তৃতীয় বার আর মোট চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব পালন করছেন এই বিশ্ব নেতা।

Bootstrap Image Preview