Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে তেলি হোসেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জে হত্যা মামলায় ফারুক আহমদ নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দণ্ড প্রদান করেন।

আদালত কারাদণ্ড প্রাপ্ত আসামি ফারুককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় আরো এক আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৯৯ সালে জেলার শাল্লা উপজেলার আটগাও কসবাহাটি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তেলি হোসেনকে প্রতিপক্ষরা হত্যা করে। এই ঘটনায় নিহত তেলি হোসনের পুত্র ছালিক মিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্ত ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন বিচারক।

Bootstrap Image Preview