Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন ফরম কিনলেন ছোট বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১২:৪৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১২:৪৪ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে তার মামাতো বোন আনা-মিলকী এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে জয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় এ আসন শূন্য ঘোষণা করা হয়। যেহেতু অসুস্থতার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেননি তাই এ নির্বাচনকে সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

Bootstrap Image Preview