Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


চীনের নববর্ষ উপলক্ষে দেশটির জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি চীনা নববর্ষ উদযাপিত হবে।

চীন সরকারের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ ধারাবাহিকভাবে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তায় প্রধানমন্ত্রী দেশটির বন্ধুত্বপূর্ণ মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে চীনা নববর্ষ উপলক্ষে চীনের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভালের ৪ হাজার বছরের বেশি ইতিহাস রয়েছে এবং এটি বছরের দীর্ঘতম ছুটি। চীনা নববর্ষ ৫ ফেব্রুয়ারি শুরু হয় এবং সরকারি ছুটির দিন ৪ থেকে ১০ ফেব্রুয়ারি।

Bootstrap Image Preview