Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যা: আন্তর্জাতিক তদন্তের নেতৃত্ব দেবে জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ AM

bdmorning Image Preview


সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার আন্তর্জাতিক তদন্তে নেতৃত্ব দেবে জাতিসংঘ। সংস্থার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত বিশেষজ্ঞ অ্যাগেনস কাল্লামার্ড জানিয়েছেন, খাশোগি হত্যাকাণ্ডে আমি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের নেতৃত্ব দেবো। 

আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি তুরস্ক সফর করতে পারেন বলে জানিয়েছেন। এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিলেন।

গত বছরের ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগিকে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরবের একটি দল তাকে হত্যা করে। তবে এর সঙ্গে যুবরাজের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সৌদি আরব। 

উল্লেখ্য, সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক জামাল খাশোগিকে গত বছরের ২ অক্টোবর তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এ নিয়ে প্রথম থেকেই রিয়াদ সরকারকে দুষছিলো তুরস্ক। প্রথমে নানা টালবাহানা করলেও এক পর্যায়ে ওই পাশবিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি সরকার।

Bootstrap Image Preview