Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুলিশের অপকর্ম ধরিয়ে দিন: এসপি সামসুন্নাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অপরাধ দমনে তরুণ সমাজ ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চেয়ে এসপি শামসুন্নাহার বলেছেন, এসব ক্ষেত্রে পুলিশের যদি কোনো অপকর্ম থাকে, তাহলে ধরিয়ে দিন। আমরা যথাযথ ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন ময়দানে গাজীপুরের সার্বিক আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

এসপি শামসুন্নাহার বলেন, গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে প্রতিটি ওয়ার্ড থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এ জন্য তরুণ সমাজকে জাগ্রত ও জনপ্রতিনিধিদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় গাজীপুর জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ওয়ার্ডের চেয়ারম্যান, সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার শপথ করান এসপি শামসুন্নাহার।

Bootstrap Image Preview