Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সদরপুরের প্রতিটি অফিস হবে দুর্নীতি মুক্ত'

সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সদরপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ দরবার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ এর সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী বলেন, সদরপুরের প্রতিটি অফিস হতে হবে দুর্নীতি মুক্ত। দুর্নীতি মুক্ত হলে জনগণ প্রতিটি অফিস থেকে সঠিকভাবে সেবা পাবে।

তিনি আরও বলেন, শান্তি প্রিয় সদরপুরকে সর্বদা শান্তিতে রাখার জন্যে কাজ করবো। নৌকার ভোট ও আমি পেয়েছি জানিয়ে তিনি বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রে কাজ করে একটি সুন্দর সদরপুর মডেল উপজেলা গড়ে তুলবো।

সদরপুর থানার উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করবেন। কারো কোনো অন্যায় সুপারিশ শুনবেন না। সব সময় সঠিক টা করবেন। আমি আওয়ামী লীগের বিপক্ষে থাকা মানে আমার রক্তের সাথে বেইমানী করা। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও এলাকার উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি মুক্ত নিজ নিজ দফতর গড়ে তুলবেন। আমরা গরীব দুঃখী মেহনতি মানুষের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। নিজ দফতর থেকে যেনো জনগন সঠিকভাবে সেবা পায়।

তিনি অবাধ, সুষ্ট, নিরপেক্ষ নির্বাচন হওয়ায় জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান। রাজনীতি করবো জনগণের জন্য, উন্নয়নের জন্য। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে ভালো শিক্ষিত লোককে নির্বাচিত করার আহব্বান জানান।

তিনি সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনে ইতোমধ্যে তিন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম হল এর অনুমোদন হয়েছে বলেও জানান। বিশেষ করে সবাইকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গাজী মোঃ রবিউল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, সদরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, আবাসিক প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, সদরপুর তদন্ত কর্মকর্তা সুব্রুত গোলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, আনসার ভিডিপি ব্যাংক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, প্রধান অতিথি হিসাবে এমপি নিক্সন চৌধুরী আইনশৃঙ্খলা সভায় এলে সদরপুর উপজেলা প্রশাসন ও পরিবার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


 

Bootstrap Image Preview