Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে অস্ত্রসহ চার ডাকাত আটক

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি বন্দুক, দুটি বন্দুকের কাঠের বডি, কার্তুজ ও বন্দুক তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) জেলার আলীকদম উপজেলার চাকনাই কারবারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, চেনতুই মুরুং (২২), চংঅং মুরুং (২৮) চেখইং মুরুং (৫৬) ও দেওয়াই মুরুং (১৮)। আটকৃতরা সবাই আলীকদম উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

আলীকদম থানার ওসি রফিক উল্লাহ জানান, আলীকদম ইউপির বাঘেরঝিরিস্থ মো: আমিনুল হকের খামার বাড়িতে ডাকাতি করার প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি বন্দুক, দুটি বন্দুকের কাঠের বডি, কার্তুজ ও বন্দুক তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, আলীকদমে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview