Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:০৪ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতে বিপর্যস্ত অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বুধবার (২৩ জানুয়ারি) বিকালের দিকে রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাড. মো: জসিম উদ্দিন মজুমদার, সাধারন সম্পাদক মো. শানে আলম, ইউনিট অফিসার মো. আব্দুল গনি মজুমদার, কার্যনির্বাহী সদস্য ও মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও আজীবন সদস্য মো: দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বরাবরের মতো দেশের যেকোন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রেড ক্রিসেন্ট ইউনিট। রেড ক্রিসেন্ট ইউনিটের মতো সমাজের বিত্তবানদের হত-দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, স্ব স্ব অবস্থান থেকে সকলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে সাধারণ মানুষ প্রচন্ড শীতে উষ্ণতা পাবে।  

Bootstrap Image Preview