Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ রেমিটেন্স ও খেলাপী ঋণ আদায়কারী হিসেবে পুরস্কৃত হলেন ফারুক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


সর্বোচ্চ রেমিটেন্স ও  খেলাপী ঋণ আদায়কারী হিসেবে পুরস্কৃত হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফারুক আহমেদ চৌধুরী।

বুধবার (২৩ জানুয়ারি) নোয়াখালীর মাইজদী কোর্ট সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সর্ব্বোচ রেমিটেন্স ও খেলাপী ঋণ আয়দায়কারী হিসাবে ক্রেস্ট এবং সনদ প্রদান করে পুরস্কৃত করেন।

জানা যায়, নোয়াখালীর মাইজদী কোর্ট সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সভাকক্ষে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের সকল ব্যাংক ম্যানেজারদেরকে নিয়ে এক ব্যবসায়ীক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী ব্যাংক নোয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কুমিল্লা এরিয়া জোনাল প্রধান জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক খাঁন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা এরিয়া জোনের নবাগত জেনারেল ম্যানেজার মো. নুরুল হক । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী ও লক্ষীপুর অঞ্চলের সকল সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপকগণ।

জানা যায়, কানকিরহাট সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ফারুক আহমেদ চৌধুরী কানকিরহাট শাখায় যোগদান করার পর থেকে উক্ত ব্যাংক দিন দিন উন্নতির পথে চলছে। সরকারি রাজস্ব আদায়ও ব্যাপক সাফল্যের পথে। এরই আলোকে সোনালী ব্যাংক উর্ধ্বতন কর্তৃপক্ষ নোয়াখালী অঞ্চল এর সর্বোচ্চ ফরেন রেমিটেন্স অর্জন এবং সর্বোচ্চ খেলাপী ঋণ আদায় কারী শাখা হিসাবে এবং জেলার মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে সন্তোষ প্রকাশ করে দুইটি ক্রেস্ট ও নবাগত ম্যানেজার হিসাবে সফলতার দু’টি প্রশংসাপত্র প্রদান করেন।

Bootstrap Image Preview