Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জটিল চর্মরোগ সোরিয়াসিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এতে ত্বকের কোষগুলোর জীবনচক্র দ্রুত শেষ হতে থাকে। ফলে ত্বকের ওপর বাড়তি কোষের একটি বোঝা জমে ওঠে। এতে ত্বকের স্থানে স্থানে খসখসে, লাল বা সাদাটে হয়ে যেতে পারে, ফেটে যায়। মূলত হাত, পা, মুখ, মাথার ত্বক, ঘাড় আক্রান্ত হয়।

এটি অনেকটা একজিমা সাদৃশ। অনেক ক্ষেত্রে সোরিয়াসিসে চুলকানি থাকে, চুলকালে মধুর মতো ঘন রস বের হয়। লাল বর্ণের চ্যাপ্টা উদ্ভেদ বের হয়ে তা থেকে খোলস উঠতে থাকে, যা খুব পাতলা আঁশের মতো বা খুশকির মতো; একেই সোরিয়াসিস বলে।

সোরিয়াসিসের কারণ: ১. সঠিক কারণ এখনো অজানা, ২. জীবাণু সংক্রমণ, ৩. লিভার ক্রিয়ার গোলযোগ থাকলে, ৪. হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে সোরা ধাতু দোষই হলো মূল কারণ, ৫. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব, ৬. খাবার-দাবার, ৭. পুষ্টির অভাব, ৮. শীত প্রধান অঞ্চল, ৯. কালো লোকদের তুলনায় সাদা বা ফর্সা লোকদের বেশি হয়।

Bootstrap Image Preview