Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাখালীতে নারীকে ধর্ষণের হাত থেকে বাঁচালেন এডিসি তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক নারী নিরাপত্তা কর্মীকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস।

আজ বুধবার সকালে মহাখালীর আমতলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবার কর্মস্থলে আসতে রাজধানীর মহাখালীর আমতলিতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের এক নারী নিরাপত্তা কর্মী ।সাতসকালে রাস্তায় লোকজনের আনাগোনাও ছিল কম। এই সুযোগে তার দিকে কুনজর দেন আলমগীর হোসেন নামের এক যুবক। মেয়েটি এর কড়া প্রতিবাদ জানায়। পরে শুরু হয় টানাটানি। এক পর্যায়ে মেয়েটি চিৎকার করে বাঁচার আকুতি জানালে লাঠি দিয়ে আঘাত করেন আলমগীর।

ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) তাপস কুমার দাসের সাথে কথা বলে জানা যায়, ওই মুহূর্তে নাইট ডিউটির অংশ হিসেবে ভোর পাঁচটার কিছু পর মহাখালী দিয়ে গুলশান-১ নম্বরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ চিৎকার-চেচামেচি শুনে এগিয়ে যাই এবং দেখেন রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। পরে আমি তাঁকে উদ্ধার করি। আমার উপস্থিতি দেখে ধর্ষণের চেষ্টাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক মিলে ধরে ফেলেন অপরাধী আলমগীরকে। পরে তার ছোট ভাই সেখানে উপস্থিত হলে তাকেও আটক করা হয়। পরে অবশ্য সে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, মেয়েটিকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মুখে ছয়টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইন এবং আহত হওয়ার ঘটনায় দুই ধারায় মামলা করা হয়েছে বনানী থানায়। আটক আলমগীর কড়াইল বস্তি এলাকায় মাছের ব্যবসা করে।

Bootstrap Image Preview