Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আম গাছে আগাম মুকুল

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:৩৭ PM

bdmorning Image Preview


চলছে শীতের ভরা মৌসুম। এই শীতের ভরা মৌসুমে জয়পুরহাটের কালাইয়ে কিছু আম গাছে আগাম মুকুলের দেখা মিলেছে। সাধারণত মাঘের মাঝামাঝিতে আমের মুকুল দেখা যায়। এবার পৌষের মাঝামাঝি থেকেই গাছে গাছে আমের মুকুল দেখা যাচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকায় মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে। কয়েক দিনের মধ্যেই গাছগুলো আমের মুকুলে ছেয়ে যাবে।

কৃষি কর্মকর্তারা বলছেন, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা ভালো নয়। এখন ঘন কুয়াশা পড়লে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্থ হবে, যা ফলনেও প্রভাব ফেলবে।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানায়, শীতের তীব্রতা বাড়লে এবং ঘনকুয়াশার কারণে এই মুকুল না থাকার সম্ভাবনা বেশি। শীতের তীব্রতা আর ঘনকুয়াশার কারণে আগাম মুকুলের অনেক ক্ষতি হয়, যার ফলে ফলনেও প্রভাব পড়ে। তবে যদি আবহাওয়ার পরির্বতন হয় তাহলে ভাল ফলনের সম্ভাবনা রয়েছে এবং যেসব গাছে মুকুল এসেছে সেসব গাছ থেকে আগাম ফলন পাওয়া যাবে।

Bootstrap Image Preview