Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া সৌদির দুই বোনের মৃত্যু রহস্যের জটলা খুললো

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদী থেকে উদ্ধার হওয়া সৌদি দুই বোনের মৃতদেহের রহস্যের জটলা খুললো। নিজেদের একসঙ্গে বেঁধে দুবোন আত্মহত্যা করেছে বলে আজ বুধবার জানিয়েছে স্থানীয় পুলিশ।

গত ২৪ অক্টোবরে নদী থেকে উদ্ধার করা হয় দুই সৌদি তরুণী রোতানা ফারিয়া ( ২২) ও তার ছোট বোন তালা ফারিয়ার (১৬) লাশ। সে সময় দুজনের মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কালো পোশাক পরে ছিলেন তারা। তাদের কোমর, হাঁটু ও গোড়ালি একসঙ্গে টেপ দিয়ে বাঁধা ছিল। কীভাবে তাদের মৃত্যু হয়েছে—এ নিয়ে তৈরি হয় ব্যাপক রহস্য। অবশেষে রহস্যের জট খুলেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, আত্মহত্যাই করেছিলেন তারা।

তদন্তে মেডিকেল পরীক্ষক বারবারা স্যাম্পসন বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে তারা আত্মহত্যা করেছিল। হাডসন নদীতে ঝাঁপ দেওয়ার আগে তারা যেভাবে নিজেদের বেঁধেছিল, তা থেকে বোঝা যায়, আত্মহত্যা করেছিল দু’বোন।’

ঘটনার দিন এক প্রত্যক্ষদর্শী দুবোনকে হাডসন নদীর পাশে একটি খেলার মাঠে দেখতে পান। সে সময় তারা প্রার্থনায় মগ্ন ছিলেন বলে জানায় পুলিশ।

এর আগে নিউইয়র্ক পুলিশ তদন্তে উঠে আসে, মৃত্যুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন রোতানা-তালা। ২০১৫ সালে সৌদি আরব থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে আসেন। সে সময় তাদের সঙ্গে তাদের মা ছিলেন। তবে দুই বোন প্রায়ই তাদের ভার্জিনিয়ার বাড়ি থেকে পালিয়ে যেতেন। ২০১৭ সাল থেকে তারা ওই বাড়িতে আর থাকতেনও না। গত বছরের আগস্টে নিউইয়র্কে চলে আসেন। নিউইয়র্কে বিভিন্ন সময় বিভিন্ন মানের হোটেলে থাকেন তারা।

Bootstrap Image Preview