Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ড সফরের জন্য সন্ধ্যায় টাইগারদের দল ঘোষণা, থাকতে পারেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য আজ দল ঘোষণা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগারদে এই দলে বেশ পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বিপিএল থেকেও অনেক খেলোয়াড় দলে জায়গা পেতে পারেন। বিশেষ করে যারা ভালো করছেন। 

বিপিএলে যারা ভালো খেলছেন তাদের প্রসঙ্গে গতকাল টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, আমার মনে হয় তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে। একটা ম্যাচে সাব্বির ভালো করেছে। ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। ওভারঅল যদি দেখেন তাহলে এমন বিগ চেঞ্জ আসার কথা না। কিছু জায়গা আছে এরা যদি ভালো করে সুযোগ থাকবে। এখন আরও তো টুর্নামেন্ট বাকি আছে।'

বিশেষ করে ম্যাশের চোখে সাব্বির ধরা পড়েছেন। সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সাব্বির ৮৫ রানের একটি বিরাট ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটা মাশরাফির মন কেড়েছে, এখনও বলার মত কিছু বলব না। তবে শেষ ম্যাচে আমাদের সাথে সেই ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছি, ওর যে সামর্থ্য আছে এই টাইপের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে হোপ অনেক। আশা করি ও কন্টিনিউ করার।'

এছাড়াও দলের অটো চয়েস যারা আছেন, সাকিব,তামিম,  মুশফিক, মাহমুদউল্লাহ,  মোস্তাফিজ, মিরাজ, মিথুন, রুবেল। পাশাপাশি সাইফ উদ্দিন, সৌম্য সরকার  আবু হায়দার রনি, নাজমুল হাসান অপুরাও ফিরতে পারে।  

মাশরাফির এমন  ইঙ্গিত বুঝিয়ে দিয়েছে তাসকিন, শফিউল, সাব্বিররা আবার দলে জায়গা পেতে পারেন। আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে দল ঘোষণা করার কথা আছে।তার পরেই বুঝা যাবে কারা দলে থাকবেন।

Bootstrap Image Preview