Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে ২৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক সেমিনার  

জামশেদুল রাহমান, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


'বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনে নিয়ামক শক্তি' এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে নোয়াখালীর সেনবাগে উপজেলা পর্যায়ে দিনব্যাপী এক বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন বেলালের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার।

এসময় বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আমিরুজামান, বীজবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সহিদুল আলম জসিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসি, সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা, হাজী মোকসুদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল ইসলাম, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

সেমিনারে সেনবাগ উপজেলার ২৪ টি বিদ্যালয় থেকে ৩ জন করে প্রতিটি দলে কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগীতায় টুংকু আবদুল রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দল প্রথম, তেমুহনী আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় দল দ্বিতীয় ও সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় দল তৃতীয় স্থান অর্জন করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) রক্তিম চৌধুরীসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Bootstrap Image Preview