Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে সাংবাদিকের উপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা

জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১২:১৯ PM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাস প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো. জুয়েল রানাকে (২৮) উপজেলার মাছিমপুর গ্রামের চিহ্নিত একদল মাদক ব্যবসায়ী হামলা করে গুরুতর আহত করে।

পরে আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মাছিমপুর মাঠে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জুয়েল রানা বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক জুয়েল ওই মাঠের পাশে অনুষ্ঠিত কীর্তনের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে তার নিজ গ্রাম মাছিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক ডাকাতি মামলার আসামী ওই গ্রামের পেরু সরকারের ছেলে আলমগীর (৩০),তার ছোট ভাই জাহাঙ্গীর (২৬) ও একই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোজাম্মেলসহ অজ্ঞাত ৩/৪ জন সংঘবদ্ধ হয়ে হামলা করে এবং এলোপাতারী পিটিয়ে মারাত্মক আহত করে।

এসময় আহত সাংবাদিকের আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনা জানাজানি হলে তিতাসে কর্মরত সাংবাদিকসহ রাজনীতিক নেতৃবৃন্দ, সুশীলসমাজ, শিক্ষক বৃন্দ সাংবাদিকের উপর হামলার ঘটনার নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এক বছর পূর্বে দৈনিক সংবাদের সাংবাদিক এম এ কাশেমের উপরও ওই গ্রামের একদল মাদক ব্যবসায়ী হামলা করে মারাত্মক আহত করে এবং ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। 

 
 

Bootstrap Image Preview