Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপাচার্য ও প্রভোস্টের অপসারণের দাবিতে মানববন্ধন 

আকতার হোসেন, যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


মানববন্ধন পর পালটা মানববন্ধন লেগেই আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)। সোমবার (২১ জানুয়ারী) শিক্ষক সমিতির মৌণমিছিল ও মানববন্ধনের জবাবে মঙ্গলবার (২২ জানুয়ারী) ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

যবিপ্রবির শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিল প্রায় দুইশতাধিক শিক্ষার্থী।

মানববন্ধন শেষে হুমায়রা আজমিরা এরিন জানান, বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস পরীক্ষা বন্ধের পক্ষে নই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যে অবমাননা করেছে, তার জবাব আমরা ক্লাস পরীক্ষা করেই দেবো।

অভিযুক্ত শিক্ষক ও শহীদ মশিয়ুর রহমান হলের প্রভোস্ট ড. ইকবাল কবির জাহিদ প্রসঙ্গে তিনি বলেন, যে সংগঠনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে সংগঠনকে নিয়ে নিশ্চয়ই একজন শিক্ষক হিসেবে সে গালিগালাজ করতে পারে না।

ডেস্ক ক্যালেন্ডারে পরপর দুইবছর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যার ছবি স্পাইরাল করে ফুটো করে ফেলার অভিযোগ এনে তিনি বলেন, এটা আমাদের নৈতিক দাবি আর এই নৈতিক দাবির পক্ষে আন্দোলনের কারণে আমাদের বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন হুমকিতে ভয় পায়না।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাওয়া হলে এরিন জানান, দাবি দাওয়া মানা না হলে আমরা আমরণ অনশনের ডাক দিবো কিন্তু অবশ্যই তা ক্লাস পরীক্ষা বন্ধ করে নয়। অস্থিরতা থেকে মুক্ত হয়ে দ্রুত ক্লাসে ফিরতে চায় সাধারণ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায় , আন্দোলন করার পরও আমরা ক্লাসে ফিরে গিয়েছি। আমরা যেমন চাই ক্লাসে ফিরতে, আমাদের দাবি শিক্ষকরাও যেন আমাদের ক্লাস নিতে এগিয়ে আসেন। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের কাছ থেকে আমরা সেশনজট আশা করি না।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে আন্দোলন করা হলেও শাখা ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীদের আন্দোলনে দেখা যায় নি। শাখা ছাত্রলীগ সভাপতি সুব্রত বিশ্বাসকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি।


 

Bootstrap Image Preview