Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান  

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview


আগামী ২ ফেব্রুয়ারী এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সদর উপজেলার কোমরগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এক দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বম্বু ইউপি চেয়ারম্যান মোল্লা শামছুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সরকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শেখ মাহিম উদ্দিন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুল হক মাছুম ও সরকারি প্রধান শিক্ষক হযরত আলী। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের শিক্ষক মাহমুদ আলম, প্রতিষ্ঠানের ম্যানেজিং  কমিটির সদস্য ও ইউনিয়ন আ'লীগের সভাপতি শাজাহান আলী উলফত, কমিটির সদস্য ও ইউপি সদস্য খায়রুল আলম মিঠু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনি, অভিভাবক এমদাদুল হক সরদার ও অভিভাবক জামিরুল ইসলাম প্রমুখ।

এবারে ওই প্রতিষ্ঠান থেকে থেকে ১'শ ৭জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়াও এবারে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের রেজাল্ট ভালো কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। 

এছাড়াও জেলার বানিয়াপাড়া কামিল মাদ্রাসা, হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়, হাতিগাড়া দাখিল মাদ্রাসহ কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

Bootstrap Image Preview