Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫৭ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১১:৩৭ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ায় ভারতের সফলতার ধারাবাহিকতা নিউজিল্যান্ডেও দেখা গেল। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে  মোহম্মদ শামি-কুলদীপ যাদবদের দাপটে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ৩৮ ওভারেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। চারটি উইকেট দখল করেন কুলদীপ যাদব।

বুধবার নেপিয়ারে ম্যাকলিন পার্কে প্রথম একদিনের ম্যাচে এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় ওভারেই ব্ল্যাক ক্যাপস শিবিরে প্রথম আঘাত হানেন মোহম্মদ শামি। তুলে নেন মার্টিন গাপ্টিলকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউয়িরা। এক এক করে আউট হন মুনরো, রস টেইলর, লাথাম, নিকলস, স্যান্টনার। অন্য প্রান্তে তখন একা লড়াই চালান অধিনায়ক উইলিয়ামসন। ৭টা চার সহ ৮১ বলে করেন ৬৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ টেইলর (২৪)।

কুলদীপ যাদবের চার উইকেট ছাড়াও যুযবেন্দ্র চাহল নেন ২টি এবং কেদার যাদব নেন একটি উইকেট। ১৯ রানে ৩ উইকেট দখল করেন মোহম্মদ শামি।

Bootstrap Image Preview