Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে বাংলাদেশি ৯ বছরের শিশুর চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


সিলেটের ৯ বছরের শিশু কায়রান যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে চমক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির গড় বয়স যেখানে ১৭-১৯, খুব মেধাবী হলেও ১৪-১৫ বছরের নিচে ভর্তির রেকর্ড খুবই কম।

সেখানে কায়রান কলেজে ভর্তি হয়েছে মাত্র ৯ বছর বয়সে! তাও যেনতেন কোনো বিষয় নয়, রীতিমতো গণিত ও রসায়ন নিয়ে পড়ছে সে। এমন অর্জনে তার প্রতিভার প্রশংসা করছে বিশ্ব গণমাধ্যম।

মাত্র ৯ বছর বয়সে কলেজে ভর্তি হওয়া কায়রানের এমন অভাবিত প্রতিভাকে প্রথমে সবার সামনে তুলে ধরে হাফিংটন পোস্ট। কায়রানের মা জুলিয়া চৌধুরী কাজী ও বাবা মোস্তাহিদ কাজী।

তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা। হাফিংটন পোস্টে খবর প্রকাশের পর আমেরিকায় কায়রানকে ঘিরে আলোচনার শুরু। তাকে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় টিভি শো গুড মর্নিং আমেরিকাতে। পরে ডেইলি মেইল, আইরিশ টাইমস ও পশ্চিমা গণমাধ্যমও কায়রানকে নিয়ে ইতিমধ্যে কয়েকটি সংবাদ ছেপেছে।

Bootstrap Image Preview