Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে হারিয়ে কুমিল্লার পাল্টা প্রতিশোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview


পাল্টা প্রতিশোধটা নিয়েই নিলো কুমিল্লা ভেক্টোরিয়ান্স। চলতি বিপিএলের প্রথম দেখায় ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে হারের পর দ্বিতীয় দেখায় জয় ফিরিয়ে নিলো কুমিল্লা ভেক্টোরিয়ান্স।চলতি বিপিএলে ৮ ম্যাচে এটি তাদের ৫ম জয়। এই জয়ের সাথে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পৌঁছিয়ে গেল। 

এইদিন প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান করে কুমিল্লা।

১৫৪ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয় ঢাকা ডাইনামাইটস। দলের ব্যাটসম্যানরা যেন কুমিল্লার বোলারদের সামনে অসহায় হয়ে পড়েন। একমাত্র রাসেল ছাড়া কোন ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৬ রান করে। জবাবে ৭ রানের জয় পায় কুমিল্লা।
 
ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ৯/১৪৬
জাজাই(১), নারাইন(২০),রনি(৬), রাসলি(১৯), রাসেল(৪৬), সাকিব(২০), শুভাগত (৩), সোহান(৪), নাঈম(১০)*, রুবেল.১০), মহর(০)*।

উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন(১), ওহাব(১),আফ্রিদি(২), পেরেরা(৩)।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৫৩/৮
 তামিম(৩৪), বিজয়(১), ইমরুল(৭), সামসুর(৪৮), আফ্রিদি(১৬),ডাওসন(৬), 

পেরেরা(২৬), জিয়া(৫)।

উইকেট নিয়েছেনঃ সাকিব(৩), রাসেল(২),রুবেল(১)।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, বিজয়, শামসুর রহমান, সাইফউদ্দিন, জিয়া, মেহেদী, ওহাব, ডাওসন, আফ্রিদি ও পেরেরা।

ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান, সোহান, রুবেল, রনি, মিজানুর, রাসলি, জাজাই, নাঈম, মহর, নারাইন।

Bootstrap Image Preview