Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উদ্ধারকৃত সেই বন্যপ্রানীটি নীলগাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:১৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:১৩ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় উদ্ধার হওয়া প্রাণীটি নীলগাই বলে সনাক্ত করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্চা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারের পর গাইটিকে নেওয়া হচ্ছে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্চা কেন্দ্রে।

আজ মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসফিকুর রহমান বন্যপ্রাণীটি (নীলগাই) বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বন্যপ্রাণী পরিচর্চা কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর কবির নীলগাইটি গ্রহণ করেন।

জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার হওয়ার পশুটি নীলগাই। এটি বাংলাদেশ থেকে অনেক দিন আগেই বিলুপ্ত হয়েছে। সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে। পশুটিকে আপাতত বন বিভাগের হেফাজতে রাখা হবে। প্রাথমিকভাবে পশুটির কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে বলা যাবে পশুটিকে কোথায় রাখা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মান্দা উপজেলার জোত বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছিল বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীটি। বন্যপ্রানীটিকে (নীলগাই) দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া করে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশ।

Bootstrap Image Preview