Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: রাণীনগরে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ, নীরব বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে নওগাঁর রাণীনগর উপজেলার জনপদ। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলগুলোতে।

সব জায়গায় চলছে শুধু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। কে পাবে রাণীনগর উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর দলীয় মনোনয়ন। এ নিয়েই শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পাড়া-মহল্লায় ঝড় উঠছে। আর সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া চেয়ে অনেকে সেঁটেছেন ব্যানার ফেস্টুনও।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ অংশ নিচ্ছেন নানান সমাজসেবামূলক কাজেও। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার ব্যানার লাগিয়ে ও বিভিন্ন কর্মীসভার আয়োজনের মাধ্যমে নেতা-কর্মীদের সাথে কুশল ও মতবিনিময় করেছেন।

যে যেখানে পারছেন হাত মেলাচ্ছেন ভোটারদের সঙ্গে। চাইছেন ভোটাদের কাছ থেকে দোয়া আশীর্বাদ। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে চাঙ্গা হয়ে উঠেছে রাণীনগর উপজেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনী মাঠ দখল এবং দলীয় মনোনয়ন পেতে মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আর এই উপজেলায় নীরব রয়েছে বিএনপি ও অন্যান্য দলগুলো।

এখন পর্যন্ত আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী দেখা যায়নি। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো দলীয় সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ভোটের মাঠে প্রকাশ্যে নামছেন না। দলীয় সিদ্ধান্ত পেলেই তারা ভোটের মাঠে নামবে বলে সূত্রে জানা গেছে। কাকে প্রার্থী করলে জয় নিশ্চিত হবে এমন ভাবনা এখন চলছে দলীয় নীতি নির্ধারকদের মাঝে। দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজখবর রাখছেন তারা। নিচ্ছেন মাঠপর্যায়ের খবর।

আওয়ামী লীগ থেকে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রাথীরা হলেন, সাবেক রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: আসাদুজ্জামন নুরুল, উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম।

আওয়ামী লীগ থেকে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রাথীরা হলেন, রাণীনগর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: জারজিস হাসান মিঠু, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাশিমপুর ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ছাফাত হোসেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কেএম আবু তালেব জলসা।

আওয়ামী লীগ থেকে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথীরা হলেন, সাবেক রাণীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোছা: ফরিদা বেগম, রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও কাশিমপুর ইউপি সদস্য মোছা: মর্জিনা বেগম।

বিএনপি ও অন্য কোন রাজনৈতিক দল থেকে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য আর কোন প্রার্থী এখনো দেখা যায়নি। তবে দলীয় সিদ্ধান্ত পেলে তারা মাঠে কাজ করবেন বলে জানা গেছে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে অনেকেই মাঠে নেমেছেন। আমাদের দল যাকে যোগ্যা প্রার্থী মনে করবেন দল তাকেই মনোনয়ন দিবেন বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview